প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৩:৩০ পিএম
সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম
ধূমপান বন্ধে পারিবারিক শিক্ষা প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। তিনি বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ধূমপানে জড়িয়ে পড়ছে বলে উল্লেখ করেন।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে ২০২৫-২৬ অর্থবছরে সিগারেট কার্যকর করারোপের প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয় অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও কায়সার হামিদ, আলোচক ছিলেন অর্থনৈতক পরিস্থিতিবিষয়ক জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ড. এম আবু ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল প্রমুখ।
শেখ মোহাম্মদ আসলাম বলেন, পরিবার থেকে সচেতনতা বৃদ্ধি ও নৈতিক শিক্ষা দিলে ধূমপান কমে যেত। অফিসার্স ক্লাবে যাওয়ার পথে দেখা যায় মেয়েরাও সিগারেট খাচ্ছে। স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষা আমেরিকায় খ্রিষ্টপূর্ব ৫ হাজার পর আগে সেখানে ধর্মীয় আচার হিসেবে ধূমপান করতো।
ট্যাক্স বাড়ানো নৈতিক দাবি বলে জানান ফুটবলার কায়সার হামিদ। তিনি বলেন, আমাদের স্কুল জীবনে দেখতাম কেউ ধূমপান করলে তাদেরকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হতো।