× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের লাশ এখনও ঢামেকের মর্গে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৭:৫৮ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ২০:৪০ পিএম

জুলাই-আগস্টের আন্দোলনের সময়। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের আন্দোলনের সময়। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এখনো পড়ে আছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ। পরিচয় শনাক্ত করতে না পারায় এবং পরিবারের খোঁজ না মেলায় এসব মরদেহ অজ্ঞাতপরিচয় হিসেবে মর্গে রাখা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল অনুসন্ধান করে জানতে পেরেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো রয়েছে গণঅভ্যুত্থানে শহীদ ছয়জনের মরদেহ। আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শাহবাগ থানায় যায়।

 শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে ছয়টি মরদেহ এখনো মর্গে থাকার তথ্য নিশ্চিত করেছেন। এসব মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে আছে বলেও তিনি জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফরেনসিক মর্গে গিয়ে সেগুলো পরিদর্শন করে।

জাহিদ আহসান বলেন, অজ্ঞাতপরিচয় মরদেহগুলোর মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। পুরুষ পাঁচজনের বয়স আনুমানিক ২০, ২২, ২৫, ২৫ এবং ৩০ বছর। অজ্ঞাতপরিচয় নারীর বয়স আনুমানিক ৩২ বছর।

তিনি আরও বলেন, মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে পাঁচ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে- ‘আঘাতজনিত কারণে মৃত্যু’। একজনের মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে- ‘উপর থেকে নিচে পড়ে মৃত্যু’।

এসব মরদেহের ডিএনএ সংগ্রহ করা হয়েছে জানিয়ে জাহিদ আহসান বলেন, মরদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে রাখা আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে, এসব মরদেহ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের। তবে কবে এবং কোথা থেকে মরদেহগুলো আনা হয়েছে সেটা স্পষ্ট করেনি পুলিশ।

অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অজ্ঞাতপরিচয় এসব মরদেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা