× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে আটটি মুখপোড়া হনুমান উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২২:২৮ পিএম

রাজধানীতে আটটি মুখপোড়া হনুমান উদ্ধার

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের নিচ থেকে আটটি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। 

গত বুধবার ভোরে বন‍্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারের নির্দেশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বন‍্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ধারা ৩৪ (খ) ও ৩৯ মোতাবেক বন‍্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানার প্রসিকিউশনের ভিত্তিতে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট অনিক সাহা আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা অর্থদণ্ড এবং ২১ দিনের কারাদণ্ডাদেশ দেন।

বন বিভাগ সূত্র জানায়, মুখপোড়া হনুমানগুলোকে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জেলা প্রশাসন, ডিবি পুলিশ ও বন অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় বিপন্ন এই আটটি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়।

উদ্ধারের পর হনুমানগুলোকে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হয়েছে। আপাতত হনুমানগুলোকে সেখানে রাখা হবে বলে জানিয়েছে বন অধিদপ্তর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা