প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ০৯:৪৩ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ১০:৫৮ এএম
ছবি : সংগৃহীত
কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চিকিৎসাধীন আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ (সোমবার) দুপুর ১২টার মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
জানা গেছে, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে করা মামলার কয়েকজন অভিযুক্ত এ হাসপাতালে চিকিৎসাধীন জেনে সেখানে অবস্থান নেন গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সেখানে সেনাবাহিনীর সহায়তায় চিকিৎসাধীন দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, মামলার এজাহারে নাম থাকায় গ্রেপ্তারকৃতদের আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান চিকিৎসাধীন আন্দোলনকারীরা এবং তাদের দাবি না মানলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন।
এর আগে, শনিবার (৪ জানুয়ারি) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা চালানো হয়। হামলার পর তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদল তার ওপর হামলা করেছে। পরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও বার্তায় জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা তার ওপর হামলা করেছেন বলে দাবি করেন ফারুক।
এ ছাড়া হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর বলেন, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা উচিত ছিল।