প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:২০ পিএম
নিখোঁজ শিশু মো. আফজাল হোসেন।
ঢাকার হাজারীবাগ থানা এলাকার সাত বছরের মো. আফজাল হোসেন ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধান চাইছে পরিবার।
আফজালের বাবার নাম মো: মিজানুর, মা মোছা: তানিয়া আখতার।
সাত বছরের আফজাল মানসিক প্রতিবন্ধী। কথা বলতে পারে না। গত ১১ ডিসেম্বর আনুমানিক বিকেল ৪টার দিকে হাজারীবাগের ১৪ নম্বর ওয়ার্ডের বৌবাজার বালুরমাঠ থেকে নিখোঁজ হয়। এ সময় তার পরনে ছিল কালো হাফ প্যান্ট ও লাল রংয়ের সোয়েটার। তার গায়ের রং কালো, উচ্চতা আনুমানিক ৩ ফুট ২ ইঞ্চি।
কোনো সহৃদয়বান ব্যক্তি তার পেলে ০১৭৯৩-৮০৯০০৩ নম্বরে যোগ করতে অনুরোধ জানিয়েছে আফজাল হোসেনের পরিবার।