× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে ডাকাতের হাতে জিম্মি রূপালী ব্যাংকের গ্রাহক-কর্মকর্তারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৪০ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ঢুকে কয়েকজন গ্রাহক এবং শাখা কর্মকর্তাদের জিম্মি করে রেখেছে ডাকাতরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা শাখায় এ ঘটনা ঘটে।

বিকেল সোয়া ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাংকটি ঘিরে রেখেছেন সেনা সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে র‍্যাব ও পুলিশ।

রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুপুরে অস্ত্রধারী দুজন ডাকাত রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকে কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে। কর্মকর্তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে ভেতর থেকে কৌশলে কয়েকজন কর্মকর্তা মেসেজের মাধ্যমে তথ্য দিচ্ছেন। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাখাটি ঘিরে রেখেছেন। তারা সকলকে নিরাপদে উদ্ধার করার চেষ্টা করছেন।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।

তিনি বলেন, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

তিনি আরও বলেন, বেলা ৫টা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। উদ্ধারের চেষ্টা চলছে।

র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খাদেমুল হক জানান, ব্যাংকে ডাকাতির খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। ডাকাতদের ধরার চেষ্টা চলছে। ঘটনাস্থলে বিশৃঙ্খলা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা