× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনজীবী হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে শহীদ মিনারে হাজারো মানুষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ১৯:৩০ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১৯:৩১ পিএম

আইনজীবী হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে শহীদ মিনারে হাজারো মানুষ

চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শোকসভা ও সম্প্রীতি সমাবেশ করেছে ছাত্র-জনতা।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন। এর আগে দুপুর আড়াইটা থেকে শহীদ মিনারে জড়ো হতে শুরু করে ছাত্র-জনতা।

আলিফ হত্যার বিচারের দাবিতে উপস্থিত ছাত্র-জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ‘ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি আলিফ হত্যার জন্য দায়ী’, ‘ভারতকে শত্রুরাষ্ট্র ঘোষণা করতে হবে’, ‘শান্ত থাকার স্ট্যাটাস দিয়ে প্রতারণা, ছাত্র-জনতা মানে না মানবে না’, ‘ক্ষমতা না জনতা? ক্ষমতা না একতা?’ ‘ভারত নয় বিধাতা, জনতার একতা’, ‘ভারত যাদের ঠিকানা এ দেশ তাদের চাই না’, ‘শান্ত থাকার নাই গতি চুপ থাকা তো ভারত ভীতি’, ‘খুনি হাসিনার রাজনীতি ভারতের সাথে সম্প্রীতি’সহ নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড তাদের হাতে দেখা যায়।

সমাবেশে উপস্থিত হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহীন সরকার বলেন, ‘বাংলাদেশের মানুষ সম্প্রীতি বজায় রেখে আবহমানকাল থেকে একত্রে বসবাস করে আসছে। এই সম্প্রীতির বন্ধনকে নষ্ট করার জন্য বিভিন্ন মহল চেষ্টা চালিযে যাচ্ছে। দেশের বাইরে বসে আওয়ামী লীগের পতিত নেতারা ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সম্মিলিতভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। তাদের পাতানো ফাঁদে আমরা পা দেব না। যত চেষ্টাই করুক এই দেশে আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না। আইন অনুযায়ী সব ঘটনার বিচার করা হবে।’

বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই- চিন্ময় একজন রাষ্ট্রদ্রোহী। তিনি এ দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে যাচ্ছেন। তাকে আইন অনুযায়ী শাস্তি দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘নানা মহল সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। দেশের জনগণকে তাদের প্রতিহত করার আহ্বান জানাচ্ছি। ছাত্র-জনতা কেউ অপরাধীদের ছাড় দেবে না। যে সংগঠন বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় তাদেরকে এদেশ থেকে বিদায় নিতে হবে।’

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, পতিত স্বৈরাচারের দোসররা প্রতি বিপ্লব করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এ ব্যাপারে সচেতন রয়েছে। আমরা মনে করি, ভারতের প্রত্যক্ষ মদতে এই ঘটনা ঘটেছে। রাষ্ট্রপক্ষের তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার বিচার দাবি করছি। অতি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা