প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১৫:০১ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ১৫:০৮ পিএম
রাজধানীর ফার্মগেটের একটি বণিজ্যিক ভবনে আগুন লেগেছে।
শনিবার (২৩ নবেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আব্দুর রহিম জানান, সকাল ৯টা ২০ মিনিটে ফার্মগেটের মানসিক প্লাজায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লেগেছে ভবনের বেইজমেন্টে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন ভয়াবহ নয়। তবে অনেক ধোঁয়া থাকায় তা নেভাতে বিলম্বিত হচ্ছে বলেও জানান তিনি।