× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে ৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৯:৩০ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ২০:৩১ পিএম

রাজধানীতে ৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

দেশের বাজারগুলোতে বর্তমানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে। আলু আমদানিতে শুল্ক কমিয়েছেন সরকার। এরপরও বাজারে স্বস্তি নেই। এ অবস্থা থেকে রাজধানীর নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে ৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল বুধবার (২০ নভেম্বর) থেকে ঢাকার ৫০টি ও চট্টগ্রামের ২০টি  স্থানে ট্রাকে এসব আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক সর্বোচ্চ তিন কেজি পর্যন্ত কিনতে পারবেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আলু বিক্রির এই কার্যক্রম সকাল সাড়ে ৯টায় টিসিবি ভবনের সামনে থেকে উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। 

এদিকে ৪ সেপ্টেম্বর আলু আমদানিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ ধার্য করে প্রজ্ঞাপন দেওয়া হয়। একইসঙ্গে আলু আমদানির ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড় চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। শুল্ক হ্রাসের ফলে এনবিআর ৩ কোটি টাকা রাজস্ব হারানোর কথা রয়েছে। 

টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি কার্ডধারী পরিবারে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি চলছে। এই কার্যক্রমের পাশাপাশি ঢাকার ৫০টি ও চট্টগ্রামের ২০টি ট্রাকে ভর্তুকি মূল্যে টিসিবির তেল, ডাল এবং খাদ্য অধিদপ্তরের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে আলু।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা এবং চাল ৩০ টাকায় পাওয়া যাবে। একজন গ্রাহক সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল এবং পাঁচ কেজি চাল কিনতে পারবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা