প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৩:৪১ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১৫:৩০ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এক চিকিৎসককে খুন করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।
শুক্রবার (১৫ নভেম্বর) গভীর রাতে ধানমন্ডি-১৫ নম্বরে একটি পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রশিদ পেশায় চিকিৎসক। সেপ্টেম্বরে স্ত্রীসহ যুক্তরাজ্য থেকে দেশে বেড়াতে এসেছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবদুর রশিদকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
প্রতিবেশীরা জানান, হামলাকারীরা ডাকাতি করতে ওই বাসায় ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে।
ওই বাড়ির ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন বলেন, ‘আবদুর রশিদ ওই বাসার মালিক। তিনি ও তার স্ত্রী যুক্তরাজ্যপ্রবাসী। সেপ্টেম্বরে তারা দেশে আসেন। রাতে হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে। পরে তাদের রুমে গিয়ে দেখি আবদুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। তাকে তাৎক্ষণিক স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান তিনি।’
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করছি, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’