প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৫:২৮ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৫:৫১ পিএম
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক মিনিটের চেষ্টায় বিআরটিসি বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রবা ফটো
রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে দেড়টার পর এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর দেড়টার পর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুনের খবর আসে। কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টার পর আগুন নেভায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।