প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২৩:০২ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২৩:০৯ পিএম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে গুলি ছোড়ার অভিযোগে শরীয়তপুরের জাজিরা থানার বিলাশপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী জলিল মাদবর ওরফে বোমা জলিলকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগের আলপনা টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জলিল ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছেন উল্লেখ করে র্যাব বলছে, গ্রেপ্তার সন্ত্রাসী বোমা জলিলের নেতৃত্বে জাজিরা এলাকায় চুরি, ছিনতাই, সম্পদ লুট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমিদখল, মাদক কারবারি, মাদক সেবন ও হত্যাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতো। জলিলের বিরুদ্ধে শরীয়তপুরের জাজিরা থানায় নাশকতা ও হত্যা চেষ্টাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এছাড়া ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করতে আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটান এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি দেন। এসব ঘটনায় আহত ও নিহতদের পরিবারের লোকজন যাত্রাবাড়ী থানায় বোমা জলিলসহ ১৪৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০০/৩০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।