প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৮:৩৩ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৮:৫০ পিএম
ব্যবসায়ী মো. আবু রায়হান। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের মাজার রোডের বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু রায়হান। এই ব্যবসায়ী দাবি করেছেন, সম্প্রতি তাকে কাল্পনিক ও হাস্যকর অভিযোগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন ভুঁইফোড় অনলাইন পোর্টালে ও কয়েকটি ইউটিউব চ্যানেলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
শনিবার (২ নভেম্বর) বিকালে রাজধানীর মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
তিনি জানান, স্থানীয় চাঁদাবাজ ও মাদক কারবারিরা অপপ্রচারে লিপ্ত রয়েছে। মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা আমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। সম্প্রতি মিরপুর এলাকায় ছাত্রদের ওপর হামলায়ও এসব মাদক কারবারিরা জড়িত ছিল।
আবু রায়হান জানান, তিনি কোনো ব্যক্তির জমি দখল ও মাদক কারবারির সঙ্গে জড়িত না।
তিনি অভিযোগ করে জানান, আমার বিরুদ্ধে দখলবাজির হাস্যকর অভিযোগ এনে ভুয়া আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় প্রথমে মানহানিকর পোষ্ট দেওয়া হয়। পরে অনলাইন পত্রিকায় একইভাবে অপপ্রচার চালানো হয়।
কারা আপনার বিরুদ্ধে অপপ্রচার করছে? তাদের উদ্দেশ্য কি?
উত্তরে ব্যবসায়ী আবু রায়হান জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই লুটেরাগোষ্ঠী ও তাদের সাঙ্গ-পাঙ্গরা আমাদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র শুরু করে। তাদের একের পর এক ষড়যন্ত্র সফল না হলে তারা ব্যক্তিগত আক্রমণ শুরু করে। ব্যবসা দখলের হুমকি-ধামকিও দিয়েছে।
এ বিষয়ে আবু রায়হানের ছেলে নওরোজ এরফান জানান, আমরা পরিবহণ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। সরকারের কাছে নিরাপত্তা দাবি করছি। সেই সঙ্গে যারা আমাদের পরিবারকে হেয় করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।