প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৭:১৯ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৭:২৪ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর পঙ্গু হাসপাতালে এক আউটসোর্সিং কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের প্রশাসনিক ব্লকে এ ঘটনা ঘটে। বর্তমানে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সেখানে উপস্থিত রয়েছে।
গুলিবিদ্ধ রুবেলকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গুলির ঘটনায় পালিয়ে যাওয়ার সময় রনি শেখ নামে একজনকে আটক করেছে আনসার সদস্যরা।
পঙ্গু হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দুপুর একটার দিকে হঠাৎ প্রশাসনিক ব্লকের নিচে গুলির শব্দ পাই। দৌড়ে যেতেই অস্ত্রসহ দুজন হাসপাতালের বাইরে বের হয়ে যায়। এ সময় একজন পালিয়ে গেলেও লোকজনের সহায়তায় বিদেশি অস্ত্রসহ রনি শেখ নামে একজনকে আটক করি।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালের একজন দৈনিক মজুরি ভিত্তিতে কর্মচারী রুবেল গুলিবিদ্ধ হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
তার বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার পূর্ব মথুরাপুরের দানেশ আলীর ছেলে। বর্তমান সে সাভারের গেন্ডারিয়া এলাকায় থাকে।