× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে আহত ২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৫:০৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন মোটর মেকানিক ওমর ফারুক ও মাংসের দোকানের কর্মচারী মো. লিটন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত লিটনকে হাসপাতালে নিয়ে আসা ভগ্নিপতি মুরাদ হোসেন জানান, বুধবার রাত থেকেই ক্যাম্পের ভেতর মাদক কারবারিদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলছিল। সকালে লিটন যখন কাজে যাচ্ছিল তখন কামাল বিরিয়ানির গলিতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে তার পায়ে গুরুতর আঘাত লাগে। উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

লিটনের ভাই ফয়সাল জানান, গত ছয়মাস ধরে তাদের জেনেভা ক্যাম্পে মাদক কারবারি নিয়ে সংঘর্ষ চলছে। আজ ভোর থেকে ক্যাম্পের ভেতরে চুয়া সেলিম ও বুনিয়ে সোহেল দুই গ্রুপের সংঘর্ষ বাধে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হয়।

আহত ওমরের বোন চাঁদনী বলেন, আমার ভাই পেশায় মোটরসাইকেল মেকানিকের কাজ করে। সকালের দিকে বিহারী ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ হলে আমার ভাইয়ের শরীরে ককটেলে স্প্রিন্টাল এসে লাগে এতে আমার ভাই গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুজনেরই পায়ে আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা