প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১৩:৫৫ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৪:১৮ পিএম
ফাইল ফটো
রাজধানীর ডেমরার সানারপাড় এলাকার একটি বাসার চার তলার সিঁড়ি থেকে নিচে পড়ে সোনিয়া আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
গৃহবধূ সোনিয়া বরগুনার পাথরঘাটা উপজেলার কালীপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে। স্বামীর সঙ্গে সানারপাড় ভাড়া বাসায় থাকতেন।
সোনিয়ার স্বামী মো. বশির মিয়া বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ। সকাল সাড়ে ৭টার দিকে বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে চলে আসি। পরে শুনতে পাই আমার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি জানান, ঘরে একটি বিড়াল প্রতিদিন ঝামেলা করত। বিড়ালটিকে তাড়িয়ে দেওয়ার সময় বিড়ালের পিছু পিছু চার তলার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে অসাবধানতায় সিঁড়ি থেকে তিনি নিচে পড়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।