× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটিআরসির দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ০০:০৬ এএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ০০:০৮ এএম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ছবি: সংগৃহীত

বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যানের একান্ত সচিব মো. আমজাদ হোসেন (নিপু) এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপপরিচালক মাহদী আহমদের বিরুদ্ধে আনীত দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। সংস্থার ২৮৭তম কমিশন সভায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মো. এমদাদ উল বারীর সই করা সভার বিবরণী থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বুধবার (১৬ অক্টোবর) থেকে মামলার প্রসিডিং শুরু হয়েছে বলে জানা গেছে। 

এর আগে গত ১১ আগস্ট কমিশনের চাকরি প্রবিধিমাল ২০২২ বিধি-৪৮ ও ৫৪ ধারা এবং সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর বিধি-৩(খ)(ঘ), (ই) ও বিধি ১২ এর অনুকূলে অভিযুক্ত নিপু ও মাহদীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তারপর গত ১৯ আগস্ট বিটিআরসির ২৮৬তম সভায় অপরাধ তদন্তে সিস্টেম অ্যান্ড সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ খলিল উর রহমানকে আহ্বায়ক করে পরিচালক তারেক হাসান সিদ্দিকী ও লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদুজ্জামানকে সদস্য সচিব এবং লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমানকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে প্রতিবেদন দাখিলে ১৫ দিনের সময় দেওয়া হয়েছিল।     

সূত্র মতে, অভিযুক্তদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে সারা দেশে ১০ হাজার লোক মাঠে নামানোর অভিযোগ উঠেছে বিটিআরসির বরখাস্ত উপপরিচালক ও পদত্যাগ করা চেয়ারম্যানের একান্ত সচিব মো. আমজাদ হোসেনের বিরুদ্ধে। এই কাজে তাকে মদদ দেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন। মাঠে না নামলে অপারেটরদের লাইসেন্স বাতিলের ভয় দেখাতেন আমজাদ। এ ছাড়াও আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন লাইসেন্স প্রদান, বিটিআরসির অর্থ লোপাট এবং নথি গায়েবের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়াও সাবেক টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সময় আমজাদ হোসেনের নামে সামাজিক দায়বদ্ধতা তহবিলের সভার নামে আপ্যায়ন খাতে ভাউচার ছাড়াই ৫৩ লাখ টাকা তছরূপের অভিযোগ ওঠে। পরে ওই সময় সংশ্লিষ্ট নথি গায়েব করে দেন আমজাদ।

অপরদিকে মাহদী আহমদের বাবা মাহফুজ উদ্দিন আহমদ গত আওয়ামী সরকারে আমলে তিন বার বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ৪৮০০ কোটি টাকা আত্মসাতের দায়ে তিনি বর্তমানে দুদকের চার্জশিট ভুক্ত আসামি। এছাড়াও অভিযুক্ত আমজাদ আইএসপিএবি (ইন্টারনেট লাইসেন্সধারীদের সংগঠন) এর পরিচালক এস এম জাকির হোসাইন (ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক) এর মদদে শুধুমাত্র দলীয় বিবেচনায় সারা দেশের সাবেক ছাত্রলীগ/যুবলীগ/স্বেচ্ছাসেবক লীগ নেতাদের প্রতিষ্ঠানের অনুকূলে পাঁচ শতাধিক আইএসপি লাইসেন্স প্রদান করেন।

বর্তমানে চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি দুর্নীতিতে দোসরের ভূমিকা পালন করেছেন উল্লেখ করে বিটিআরসি-থেকে অবিলম্বের তার পদত্যাগ চেয়ে গত ১১ আগস্ট দিনভর বিক্ষোভ করে বিটিআরসির সাধারণ কর্মকর্তা ও কর্মচারীরা। তবে ছাত্র-জনতা

অভ্যুত্থানের পর আর অফিসে যোগ দেননি অভিযোগ আমজাদ হোসেন। অপরদিকে ওই দিন আটকে রেখে সন্ধ্যার দিকে মেহেদীকে পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যস্ততায় ছেড়ে দেওয়া হয়। এই দুই কর্মকর্তাকে বরখাস্তসহ বিভিন্ন দাবিতে বিটিআরসিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তা–কর্মচারীরা। ওইদিন সকাল থেকেই বিটিআরসির বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী তাদের বিরুদ্ধে বিক্ষোভ করে কোনো লেজুড়বৃত্তি, সিন্ডিকেট চলবে না বলে প্রশাসনের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি ওই দুই কর্মকর্তার মাধ্যমে বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা