প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১২:৩৬ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ১২:৩৮ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সোহান নামে এক যুবকের মৃত্যু। রবিবার (৬ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে, চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
নিহতের ভাই মো. শাওন বলেন, ‘আমার ভাই পাবনার একটি কোম্পানির গাড়ি চালক, ভোরের দিকে ঢাকায় জরুরি কাজে যান। উত্তরা বাসস্ট্যান্ডে নেমে কাজে যাওয়ার সময় ছিনতাইকারী তাকে গতিরোধ করে। পরে তার কাছে থাকা মোবাইল টাকা পয়সা দিতে না চাইলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার কাছে থেকে টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’
তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি পাবনা সদর জেলার কুবাদ আলীর সন্ধানে। আমার ভাই প্রায় এক বছর হল বিয়ে করেছে, আমার ভাবি ৮ মাসের অন্তঃসত্ত্বা। আমরা দুই ভাই।’
ওসি মো. ফারুক বলেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’