× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ২ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, ডুবেছে পথঘাট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ২১:৫৮ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ২২:০২ পিএম

দুই ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন পথঘাট। কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রবা ফটো

দুই ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন পথঘাট। কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রবা ফটো

সারা দিন ঢাকার আকাশ ছিল মেঘমুক্ত। বৃষ্টি হওয়ার মতো কোনো লক্ষণ ছিল না। অথচ বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। ঢাকায় দুই ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে ডুবেছে রাজধানী ঢাকার পথঘাট। কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে বিপাকে পড়েছেন বাইরে বের হওয়া মানুষজন।

সন্ধ্যায় পল্টন এলাকায় অবস্থান করা আলী হোসেন নামের এক পথচারী বলেন, বৃষ্টিতে পল্টন এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। বৃষ্টির কারণে রিকশা ভাড়াও বেড়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে জানা যায়, বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা। বিশেষ করে পুরানা পল্টন, ধানমন্ডি, তেজগাঁও ও মগবাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া আদাবর, নূরজাহান রোড, ধানমন্ডি, কলাবাগানের বশিরউদ্দিন রোড, কাঁঠালবাগান, শেওড়াপাড়া, মালিবাগ, বংশাল, বকশীবাজার, সাতরাস্তাসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী মো. খলিলুর রহমান রাত সাড়ে ৯টায় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঢাকায় সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তাছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরববর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এতে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সিনপটিক অবস্থা: মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা