প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫১ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও ক্যাম্প দখলকে কেন্দ্র করে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ( ২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর পল্লবী ১১
নম্বর সেকশন বি ব্লকের মিল্লাত ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম
প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ মুদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু ওই এলাকার মিল্লাত ক্যাম্পের
বাসিন্দা।
মিল্লাত ক্যাম্পের বাসিন্দা আরমান আলি বলেন, ‘মিরপুর পল্লবী ১১
নম্বর সেকশন বি ব্লকের মিল্লাত ক্যাম্প এলাকার চিহ্নিত সন্ত্রাসী মশিউর রহমানের নেতৃত্বে
ডাকাত বাবু, হকি সুমন, হুদা মামুন মোস্তফাসহ ১৫-২০ জনের একটি দল মিল্লাত ক্যাম্পে আসেন।
এ সময় ক্যাম্প এলাকায় কয়েকজন ব্যবসায়ীদের কাছে চাঁদা চেয়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে
হামলা ও বসবাসকারীদের ঘরবাড়ি ভাঙচুর করে তারা। এলাকাবাসীরা এ ঘটনায় প্রতিবাদ করতে
গেলে তাদের মারধর করেন। একপর্যায়ে তারা এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এ সময় মোহাম্মদ
ভুলু নামের এক ব্যবসায়ীর পা গুলিবিদ্ধ হয়। আহত ভুলুকে উদ্ধার করে প্রথমে স্থানীয়
একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।’
ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘মূলত মিল্লাত ক্যাম্প এলাকার চাঁদাবাজি
ও দখলকে কেন্দ্র করে মশিউর রহমান ও তার বাহিনীর ১৫-২০ জন সদস্য নিয়ে ক্যাম্প এলাকায়
ভয়ভীতি প্রদর্শনে মহড়া দেওয়ার চেষ্টা করে। এ সময় ক্যাম্পবাসী ও ব্যবসায়ীরা প্রতিবাদ
করলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ভুলু নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।
এলাকাবাসীর মাধ্যমে জানার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত
জানার চেষ্টা করে। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসী মশিউর রহমান ও তার বাহিনীর
সদস্যদের নামে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হবে।’