× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহাম্মদপুরে বিএনপি অফিসে হামলা, গুলিবিদ্ধসহ দুই নেতা আহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০১:০৫ এএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:২১ এএম

চাঁদ উদ্যান হাউজিং এলাকায় বিএনপির স্থানীয় অফিসে হামলায় দুই নেতা আহত হন। প্রবা ফটো

চাঁদ উদ্যান হাউজিং এলাকায় বিএনপির স্থানীয় অফিসে হামলায় দুই নেতা আহত হন। প্রবা ফটো

রাজধানীর মোহাম্মাদপুরে চাঁদ উদ্যান হাউজিং এলাকায় বিএনপির স্থানীয় অফিসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অফিসে অবস্থানরত দুই বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মান্নান হোসেন শাহিন এবং একই ওয়ার্ডের লাউতারা ইউনিটের সভাপতি মো. রিয়াজ। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই এলাকার বিএনপি সাধারণ সম্পাদক অপু বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৫-২০ জনের অস্ত্রধারী সন্ত্রাসীরা চাঁদ উদ্যানে বিএনপি অফিসে হামলা করে। এ সময় তারা বিএনপি নেতা মান্নান হোসেন ও রিয়াজকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে ওই দুজনকে লক্ষ করে গুলিও করে। আকস্মিক হামলা করায় কেউ বিষয়টি বুঝে উঠতে পারেনি। সন্ত্রাসীরা হামলার পর দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘হামলা পরিকল্পিত মনে হয়েছে। বিএনপির দুই নেতাকে হত্যার টার্গেট নিয়েই সন্ত্রাসীরা হামলা করেছে। হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীদের মধ্যে কিলার বাদল, লাল্লু, সুমন, রাসেলকে আমরা চিনতে পেরেছি, বাকিদের চিনতে পারিনি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে দুজন বিএনপি নেতাকে আহত অবস্থায় রাত ১০টায় ঢামেক জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসকরা তাদের চিকিৎসা শুরু করেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পশাপাশি আহতদের সঙ্গে কথা বলতে রাতেই ঢামেকে পুলিশের আরেকটি টিম পাঠানো হয়েছে। হামলার কারণ এখনও জানা যায়নি। তবে আগের কোনো বিরোধ নিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় জড়িতারা তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরেুদ্ধে একাধিক মামলা রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা