প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪১ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৬ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইউনিট। প্রবা ফটো
সাবেক রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে অসুস্থ অবস্থায় পুলিশের প্রিজন ভ্যানে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসা সেবা প্রদান করে তাকে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসক কিশোর কুমার সাহা বলেন, সাবেক রেলমন্ত্রী বুকে ব্যথা অনুভব করায় যাত্রাবাড়ী পুলিশ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে (কার্ডিওলজি) বিভাগের (সিসিইউ)তে পাঠানো হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম সুজন পাঁচ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন। গত ২২ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৭ সেপ্টেম্বর তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলিতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।