প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৫ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৬ এএম
রাফাত মজুমদার রিংকু। ছবি : সংগৃৃহীত
তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কয়েক বছর আগে থেকে তিনি নিয়মিত নাটক নির্মাণ করছেন। তার নির্মিত নাটকের সংখ্যা দেড় শতাধিক। বেশিরভাগই দর্শকনন্দিত। এর মধ্যে রয়েছে রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙর, রিকশা গার্ল ইত্যাদি।
নাটক নির্মাণ করে রাফাত মজুমদার রিংকু দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন।