উত্তরায় যৌথ অভিযান
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪১ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৭ পিএম
পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়ি থেকে নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, পুলিশের জ্যাকেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।
এর আগে রবিবার (২২ সেপ্টেম্বর) উত্তরার ৭ নম্বর সেক্টরে ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, শাহজাদা খান সাজ্জাদ, তৌজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম।
তালেবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম ওই বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। যে বাড়িতে অভিযান চালানো হয়, সেটি ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি।
তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, বিভিন্ন পরিমাণ ইউএস ডলার, থাইবাথ, দেরহাম, কানাডিয়ান ডলার, সিঙ্গপুর ডলার, রিয়াল এবং রুপি উদ্ধার করা হয়। এ ছাড়াও সেখান থেকে ৩টি নেভি ব্লু রঙের বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয় যাদের সামনে ও পেছনে উভয় পাশে ইংরেজিতে ‘POLICE’ লেখা। সেখান থেকে ২টি প্রাইভেটকারও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার করা তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট পলাতক ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য হাবিব হাসান ও তার ছেলে তামিমসহ গ্রেপ্তাররা গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় ব্যবহার করত।