× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাফিক আইন অমান্য

রাজধানীতে এক দিনে জরিমানা ৩৬ লাখ, মামলা ৮৭০

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫০ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৬ পিএম

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় মামলা ও জরিমানা করে পুলিশ। ছবি : সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় মামলা ও জরিমানা করে পুলিশ। ছবি : সংগৃহীত

গত ৫ আগস্টের পর বেশকিছু দিন বন্ধ ছিল ট্রাফিক পুলিশের সব কর্মকাণ্ড। এরপর পর্যায়ক্রমে মাঠে নামলেও অনেকটা ট্রমা নিয়েই কাজ করছিলেন এতোদিন। তবে বিপর্যস্ত অবস্থা সামলে এখন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন উদ্যোগে কাজ শুরু করেছেন পুলিশ সার্জেন্ট, টিআই, পিআইসহ সংশ্লিষ্ট সবাই। 

গত রবিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীতে দিনভর কাজ করে ট্রাফিক পুলিশ এক দিনেই মামলা করেছেন ৮৭০টি। ট্রাফিক আইন অমান্যর কারণে জরিমানা আদায় হয়েছে প্রায় ৩৬ লাখ টাকা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৭০টি মামলা ও ৩৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পুলিশ।

তালেবুর রহমান জানান, জরিমানা করা টাকার মধ্যে ৮ লাখ ৬২ হাজার ৫৫০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এ ছাড়াও অভিযানের সময় ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৬০টি গাড়ি রেকার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা