× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ সম্মেলনে দাবি

টোয়াবের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ করতে হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৯ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একতরফা নির্বাচনের অভিযোগ এনে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের কয়েকজন সদস্য। এতে ভুয়া ভোটারদের সদস্যপদ বাতিল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, নীতিমালা সংস্কার ও অন্তর্বর্তী সময়ের জন্য প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ভুয়া ভোটার এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরেন টোয়াবের সদস্য ও গোলপাতা ইকো ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মেজর মো. শেখ আবু মাহাদী (অবসর)। 

লিখিত বক্তব্যে শেখ আবু মাহাদী বলেন, গত ১ জুন একতরফাভাবে অনুষ্ঠিত টোয়াবের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে জয়ী হয়ে স্বৈরাচারের দোসর রাফেউজ্জামান রাফী ও শিবলুল আজম কোরেশীর নেতৃত্বাধীন প্যানেল এই পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ করেছে। ভোটার তালিকায় গুরুতর কারচুপির অভিযোগে প্রতিদ্বন্দ্বী অন্য সব প্যানেল ওই নির্বাচন বর্জন করেছিল।

প্রকৃত পর্যটন ব্যবসায়ীর বাইরের লোকদের সদস্য করার অভিযোগ এনে বলা হয়, গত পাঁচ বছরে যাদের টোয়াব সদস্য করা হয়েছে, তাদের বড় অংশই প্রকৃত পর্যটন ব্যবসায়ী নন। কেউ ডিশ ব্যবসায়ী, কারও মোটরগাড়ির শোরুম, কেউ মোটরপার্টস ব্যবসায়ী, কেউবা অন্য কোনো পেশার মানুষ। পর্যটন ব্যবসায় তাঁদের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই এবং এ ব্যবসা-সংক্রান্ত ধারণাও অতি সামান্য। আত্মীয়স্বজন, পরিজন ও আস্থাভাজন ব্যক্তিদের নিয়ে উল্লেখযোগ্যসংখ্যক নতুন সদস্য বানানো হয়েছে কেবল ভোটব্যাংক বড় করার স্বার্থে। বরং ভিন্ন প্যানেলের সমর্থক হওয়ার কারণে বিভিন্ন সময় প্রতিহিংসামূলকভাবে বেশ কয়েকজন সদস্যের সদস্যপদ বাতিল বা স্থগিত করা হয়েছে। এদের মধ্যে খুলনার প্রথম সারির ট্যুর অপারেটর নাজমুল আলম ডেভিড, মনজুরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা