প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৭ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:২০ এএম
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় জোসনা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে যাত্রাবাড়ীর জুরাইনে পুলিশবক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোসনা বেগম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কলাপাড়া গ্রামের বাসিন্দা। যাত্রাবাড়ী ছেলের বাসায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক প্রতিদিনের বাংলাদেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে পলাশ ব্যাপারী বলেন, ‘বুধবার রাতে আমার মা আমার ছোট ছেলেকে নিয়ে হাসনাবাদে ভাগনির বাসায় বেড়াতে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় একটি বাস মাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে পাশের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আমরা ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে ।