প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১০:৪৭ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১০:৪৯ এএম
ফাইল ফটো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সহিংসতা ঘটেছিল। যার ফলে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। জানা গেছে, আগামীকাল রবিবার (২৫ আগস্ট) থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রো।
শুক্রবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া।
তিনি জানান, রবিবার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ চলছে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকাল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।