প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১১:৩৮ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১১:৪৫ এএম
ফাইল ফটো
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আসলাম ভূঁইয়া নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেকে নিয়ে এলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আসলাম ভূঁইয়া কেন্দ্রীয় কারাগারে কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ১৯৬/এ। তবে কী মামলায় আটক ছিলেন তা জানা যায়নি।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. জামাল জানান, আসলাম ভূঁইয়া সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।