প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৫:২৫ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১৭:০০ পিএম
ধানমন্ডি ৩২ নম্বরে যেতে বাধা একজনকে বাধা ও মারধর করা হচ্ছে। ছবি : সংগৃহীত
পূর্ব ঘোষণা অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরের সামনে ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ১৫ আগস্টের শোক জানাতে আসা কাউকে বঙ্গবন্ধু জাদুঘরের সমনে যেতে বাধা দেয় ছাত্র-জনতা। এ ছাড়া ওই এলাকায় কারও কারও মোবাইল মানিব্যাগ তল্লাশি করে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা পেলেই মারধর করছেন তারা। বিশেষ করে কালো পোশাক পরিহিত কাউকে ওই এলাকায় দেখা মাত্রই তার ওপর চড়াও হতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকেই এমন অবস্থা ছিল ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায়।
স্থানীয়রা জনায়, বুধবার সন্ধ্যার পর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নেয় শিক্ষার্থীসহ অনেকেই। এর আগে বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরে শোক জানাতে আসা শিল্পী রোকেয়া প্রচীর ওপর এ এলাকাতে হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকেই এখানে অবস্থানরত অনেকের হাতেই লাঠি, পাইপ, রড ও বাঁশ দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেখানে আগত লোকজনের অনকের মোবাইল মানিব্যাগ তল্লাশি করা হয়। এমকি সন্দেহ হলে প্রাইভেট কার ও লোকাল বাস থামিয়েও চেক করতে দেখা গেছে। এর মধ্যে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা পাওয়ায় অন্তত ২০ জনকে মারধর ও আটক করেছে ছাত্র-জনতা। কয়েক ঘণ্টা আটকে রাখার পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। যদিও পুলিশ বলছে, তারা ১০ জনকে হেফাজতে নিয়েছেন।
এর আগেই ১৫ আগস্ট আওয়ামী লীগের শোক দিবসের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা আগেই দিয়েছিল শিক্ষার্থীদের আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লবের যড়যন্ত্রের অভিযোগ এনে শোক দিবসের কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া এই দিন যুবদলের পক্ষ থেকেও রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।
অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসার ঘোষণা দিলেও কাউকে দখা যায়নি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ। দলটি ক্ষমতায় থাকায় গত ১৫ বছর সারা দেশে রাষ্ট্রীয়ভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিনটিতে সরকারি ছুটিও থাকত সারা দেশ। তবে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকার গত ১৩ আগস্ট এক প্রজ্ঞাপন জারি করে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে দেয়।