প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ০৯:৩১ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ০৯:৩২ এএম
ফাইল ফটো
আন্দোলনকারীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির তারিখ কাল মঙ্গলবার থেকে পরিবর্তন করে আজ সোমবার করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। গতকাল রবিবার গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি আগামী মঙ্গলবার থেকে পরিবর্তন করে সোমবার (আজ) করা হলো। অর্থাৎ সোমবারই সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আজ (গতকাল রবিবার) অর্ধশতাধিক ছাত্র-জনতার প্রাণহানি হয়েছে। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন। যারা পারবেন আজই ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে রাজপথগুলোতে অবস্থান নিন।’ তিনি আরও বলেন, ‘চূড়ান্ত লড়াই, এই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে সকলে ঢাকায় আসুন।’
এর আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের এক বার্তায় সারা দেশের যেসব এলাকায় আন্দোলনকারীরা নিহত হয়েছেন, সেসব স্থানে শহীদদের স্মরণে আজ সোমবার ‘শহীদ স্মৃতিফলক উন্মোচন’ করার কর্মসূচি ঘোষণা করেছিলেন। পাশাপাশি শাহবাগে বেলা ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় নারী সমাবেশ আহ্বান করা হয়েছিল।
ওই বার্তায় নাহিদ ইসলাম আরও বলেন, ‘সকল এলাকা, পাড়া-মহল্লা, গ্রাম, উপজেলা ও জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন করা হয়, আমাদের (৬ সমন্বয়ককে) গুম, গ্রেপ্তার কিংবা খুনও করা হয়, যদি ঘোষণা দেওয়ার কেউ না থাকে, তারপরও সরকার পতন না হওয়া পর্যন্ত এক দফা দাবিতে সবাই রাজপথ দখলে রাখবেন। পাশাপাশি শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।’
কারফিউ প্রত্যাখ্যান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সরকার পতনের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার গতকাল সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। তবে এ কারফিউ প্রত্যাখ্যান করে আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।
গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন। ফেসবুকে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না। সেজন্য সন্ধ্যা ৬টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হলো।’
আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ রাজপথে পরাজিত হয়ে পলায়নপর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’
তিনি আরও লিখেছেন, ‘সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে, আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনাসদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র-জনতার আহ্বান থাকবে দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন। আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে।’
সমন্বয়কদের আহ্বান
লংমার্চ কর্মসূচি সফল করতে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন। গতকাল রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়।
তিনি বলেন, ‘এত রক্ত ঝরার পর এই আন্দোলন কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। আগামীকাল (সোমবার) চলে আসুন ঢাকায়, সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে। বিজয় সুনিশ্চিত।’
তিনি আরও বলেন, আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা এবং পরিকল্পনা চলছে। যারা ঢাকায় আসতে পারবেন না, তারা বিভিন্ন জেলায় আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইবোনদের রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলবেন অবশ্যই।