× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে গুলিবিদ্ধ কৃষক, ১১ দিন পর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ২১:০৬ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৪ ২১:৪৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাড়ি থেকে স্থানীয় পাঁচদোনা বাজারে যাচ্ছিলেন নরসিংদীর কৃষক আব্দুর রহমান। বাজারে পৌঁছানোর আগেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গত ২০ জুলাই গুলিবিদ্ধ হন তিনি। দীর্ঘ ১১ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে বুধবার (৩১ জুলাই) সকালে মারা যান আব্দুর রহমান। এ নিয়ে এই আন্দোলন ঘিরে ১৮৭ জন নিহত হওয়ার খবর জানা গেছে।

মৃত্যুর বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

তিনি বলেন, নিহত ব্যক্তির পিঠে গুলি লাগে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আব্দুর রহমানের এক ছেলে ও তিন মেয়ে।  

নিহতের শ্যালক মো. হুমায়ুন কবির জানান, তার ভগ্নিপতি পেশায় একজন কৃষক। গত ২০ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে নরসিংদীর পাঁচদোনা বাজারে যাচ্ছিলেন আব্দুর রহমান। বাজারে পৌঁছানোর আগেই পাঁচদোনা মোড়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ পিঠে একটি গুলি লাগে তার। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে ওই দিনই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। নিহত আব্দুর রহমান আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেন তার শ্যালক হুমায়ূন কবির। 

গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রের তথ্য মতে, কোটাবিরোধী আন্দোলনে সহিংসতায় গতকাল পর্যন্ত প্রায় ১৮৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জুলাই ৬ জন, ১৮ জুলাই ১১ জন, ১৯ জুলাই ৪১ জন, ২০ জুলাই ৭৫ জন, ২১ জুলাই ২৬ জন, ২২ জুলাই ৬ জন (ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে), ২৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ১ জন, ২৪ জুলাই মারা গেছেন ৩ জন ও ২৫ জুলাই মারা গেছেন ৩ জন, ২৬ জুলাই ২ জন। এ ছাড়া গত ২৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩ জন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা