× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের সন্ধানে সংবাদ সম্মেলন করতে এসে গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ০১:২০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির প্রথম বর্ষের শিক্ষার্থী মাসরুর হাসানের সন্ধানে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করতে আসে তার বাবা ও ভাই। সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল তিনটার দিকে ডিআরইউর সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে তাদের তুলে নেওয়া হয় বলে জানা গেছে। 

শিক্ষার্থী মাসরুর বাবা ও ভাইকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তা জানাননি তিনি।

নিখোঁজ মাসরুর হাসানের পরিবার সূত্রে জানা গেছে, ডিআইআইটির শিক্ষার্থী মাসরুর হাসানের সন্ধান চেয়ে মঙ্গলবার বিকাল তিনটার দিকে ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলন করার জন্য মাসরুর হাসানের বড় ভাই মেহেদী হাসান ও তার বাবা আবুল হাসেম রিকশাযোগে আসেন। তারা ডিআরইউর সামনে পৌঁছা মাত্র ডিবির কয়েকজন সদস্য তাদের সাদা মাইক্রোবাসে তোলেন। এরপর গাড়িটির গন্তব্য কোথায় ছিল তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মাসরুর হাসানের বাবা ও ভাই ডিআরইউ চত্বরে আসা মাত্র একজন ডিবির সদস্য তার  ভাইয়ের পেছন থেকে প্যান্টের পকেট ধরে সাদা মাইক্রোবাসের দিকে নিয়ে যান। পরে তার বাবাকেও তুলে নেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর ২টার আগে ডিআরইউ চত্বরের উত্তর পাশে মোটরসাইকেল গ্যারেজের পাশে সাদা রঙের একটি কালো গ্লাসের একটি মাইক্রোবাস এসে দাঁড়ায়। মাইক্রোবাস থেকে ডিবির ওয়ারী জোনের এডিসি খন্দকার আরাফাত লেলিনসহ আরও দুইজন নামেন। এরপর তারা নেমেই ডিআরইউর অফিস কোন দিকে খোঁজ করতে থাকেন। পরে ডিআরইউ অফিসের দ্বিতীয় তলায় চলে যান তারা। বিকাল তিনটার দিকে নিখোঁজ হাসানের ভাই ও বাবা রিকশাযোগে আসা মাত্রই তাদের তুলে নেয়। সেখানে ডিবির ওয়ারী জোনের এডিসি খন্দকার আরাফাত লেলিন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে ডিবির ওয়ারী জোনের এডিসি খন্দকার আরাফাত লেলিন বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন অফিসাররা কথা বলবেন।

এ বিষয়ে লালবাগ ডিবির ডিসি মশিউর রহমান বলেন, মাসরুর ও তার বড় ভাই মুয়াজ যাত্রাবাড়ী এলাকায় ব্যবসায়ীকে হত্যা করেছে, যার ভিডিও মাসরুর ধারণ করে। সে ও তার ভাই এ হত্যায় নির্দেশ দিয়েছে। তার বাবা-ভাইকে সেগুনবাগিচায় আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা পুরো পরিবার জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত। তার বাবা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা বলেও জানান তিনি।

জানা গেছে, শিক্ষার্থী মাসরুর হাসানের ভাই ও বাবা একটি লিখিত বক্তব্য নিয়ে এসেছিলেন। পরে সেটি সাংবাদিকদের তুলে দেওয়া হয়।

মাসরুর হাসানের বড় ভাই মেহেদী হাসানের লিখিত বক্তব্য বলা হয়েছে, 'গত ২৫ জুলাই রোজ বৃহস্পতিবার ডেমরা বড়ভাঙ্গায় ফজর নামাজের পর নিকটাত্মীয়ের বাসায় বেড়ানোরত অবস্থায় বাসার নিচ থেকে অজ্ঞাত কিছু ব্যক্তি ডিবি পরিচয়ে কালো কাপড়ে চোখ বেধে নিয়ে যায় (প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর সাক্ষ্য অনুযায়ী)। এরপর পুলিশের কিছু সদস্য আত্মীয়ের (মাসরুরের মামা) বাসায় অভিযান পরিচালনা করে এবং মাসরুরকে কেন তারা বাসায় আশ্রয় দিয়েছে শুধুমাত্র এই অভিযোগে ভুক্তভোগীর মামা, মামার দুই শিশু কিশোর সন্তান ও তার ভাতিজাকে ব্যাপক মারধর ও জিজ্ঞাসাবাদ করে ডেমরা থানায় আটক করে নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে মাসরুরকে তারা পায়নি, যদি তাকে হাজির না করা হয় তাহলে নাকি আটকদের লাশ বাসায় পাঠিয়ে দেওয়া হবে।

লিখিত বক্তব্য বলা হয়, 'পরে ভুক্তভোগী মাসরুরের মামা, তার সন্তান এবং ভাতিজাকে সিএমএম আদালতে প্রেরণ করা হলে সাজানো মামলায় তাদের কারাগারে প্রেরণ করা হয়। কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে ভিকটিম মাসরুরের কোন খোঁজ অত্র থানায় পাওয়া যায়না। আজ পাঁচদিন যাবৎ তাকে আদালতে হাজির করা হয়নি। আশপাশের সকল থানায় যোগাযোগ করেও তার ব্যাপারে কোন হদিস পাওয়া যায়নি। সে কোথায় কী অবস্থায় আছে পরিবারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। প্রশাসনের একটি অসমর্থিত সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি তাকে সম্ভবত ডিবি অফিসে কিংবা র‌্যাবের কার্যালয়ে নিয়ে গিয়ে থাকতে পারে, যা আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। এমতাবস্থায় আমরা তার জীবন নিয়ে অত্যন্ত শঙ্কিত, আমরা পরিবারের পক্ষ থেকে মাসরুর এর সন্ধান দাবী করছি। প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ, দয়া করে আমাদের মাসরুরকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। পাশাপাশি আটককৃত মাসরুর হাসানের মামা ও তার পরিবারের সদস্যদের জামিনে মুক্তি ও আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা