বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ২০:১৩ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪ ২০:১৪ পিএম
ছবি: সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় রাজধানীর বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী ইয়ামিন চৌধুরী নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এই আন্দোলন ঘিরে ১৮৫ জন নিহত হয়েছেন।
জানা গেছে, ১৯ জুলাই শুক্রবার দুপুরে গার্মেন্টস থেকে বের হয়ে দুপুরের খাবার খেতে বাসায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ইয়ামিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহত ইয়ামিনের পেটে ও হাতে গুলিবিদ্ধ হন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ইয়ামিন কিশোরগঞ্জের মিঠাইমন উপজেলার কাঞ্চনপুর গ্রামের রতন চৌধুরীর ছেলে। সে বাড্ডা এলাকায় ভাড়া থাকত। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
এ নিয়ে গত ১১ দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ৯৩ মরদেহ নেওয়া হলো। তার মধ্যে ছিল গত ১৭ জুলাই ২ জন, ১৮ জুলাই ১১ জন, ১৯ জুলাই ৪৩ জন, ২০ জুলাই দুই পুলিশসহ ১২ জন, ২১ জুলাই ৯ জন, ২২ জুলাই ৬ জন ও ২৩ জুলাই ১ জন ও ২৪ জুলাই ৩ জনের মরদেহ। এছাড়া গত ২৫ জুলাই একছাত্রসহ ৩ জন, ২৬ জুলাই ২ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল ২৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়ামিন।
নিহত ইয়ামিনের বাবা রতন চৌধুরী সাংবাদিকদের জানান, তার ছেলে বাড্ডা এলাকায় এফএনএফ গার্মেন্টসের শ্রমিক ছিল। ১৯ জুলাই দুপুর আড়াইটার দিকে ভাত খেতে বাসায় যাওয়ার সময় বাড্ডার সুবাস্তু টাওয়ার এলাকায় গুলিবিদ্ধ হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে শনিবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রের তথ্য মতে, কোটা বিরোধী আন্দোলনে সহিংসতায় গতকাল পর্যন্ত প্রায় ১৮৫ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৭ জুলাই ৬ জন, ১৮ জুলাই ১১ জন, ১৯ জুলাই ৪১ জন, ২০ জুলাই ৭৫ জন, ২১ জুলাই ২৬ জন, ২২ জুলাই ৬ জন (ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে), ২৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ১ জন, ২৪ জুলাই মারা গেছেন ৩ জন ও ২৫ জুলাই মারা গেছেন ৩ জন, ২৬ জুলাই ২ জন। এছাড়া গতকাল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১ জন।