বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৮:৪০ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৮:৪৭ পিএম
রাজধানীর চানখাঁরপুল এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ। ছবি : আরিফুল আমিন
রাজধানীর চানখাঁরপুল এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল ছোড়াছুড়ি ও গোলাগুলির ঘটনাও ঘটে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে ইটপাটকেল ও ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলতে থাকে এ ধাওয়া পাল্টাধাওয়া। পরে বিকাল সাড়ে ৫টার দিকে গোলাগুলি শুরু হয়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা শহীদুল্লাহ হল ও মেডিকেল মোড়ে অবস্থান নিয়েছেন। এবং ছাত্রলীগের নেতাকর্মীরা চানখাঁরপুলের অপর পাশে শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের রোডের পাশে রয়েছেন। দুপাশ থেকে ইট ছুড়তে দেখা যায়। পরে একপর্যায়ে উপর্যুপরি গুলির শব্দ শোনা যায়।