প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৭:২৭ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৭:৫৭ পিএম
রাজধানীর সায়েন্সল্যাবে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা কলেজের উল্টোপাশে পেট্রোল পাম্পের সামনে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এক পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিকাল সোড়া ৫টার দিকে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অজ্ঞাত ওই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।’