× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মতিঝিলে জমি নিয়ে দুইপক্ষের বিরোধ, প্রকাশ্যে অপহরণ-গুলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২১:০৪ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৪ ২১:১০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিল এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে একপক্ষের একজনকে মারধর ও গাড়িতে করে অপহরণ করে নিয়ে যায় অন্যপক্ষের লোকজন। এ সময় অপহৃত ব্যক্তির একজন পেছন থেকে পিস্তল নিয়ে দৌঁড়ে যায় এবং গুলি ছোড়েন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার (৯ জুন) দুপুরে বাংলাদেশ ব্যাংকের পেছনে এ ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ জড়িতদের চিহ্নিত করে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মতিঝিল এলাকায় দুইপক্ষের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধের জেরে একপক্ষের একজনকে মারধর করে গাড়িতে করে অপহরণ করে নিয়ে যায় অন্যপক্ষের লোকজন। এ সময় প্রতিপক্ষের এক ব্যক্তি পেছন থেকে পিস্তল নিয়ে দৌঁড়ে যায় এবং গুলি ছোড়েন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে একপক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। এনিয়ে অন্যপক্ষ বাধা দিতে গেলে অপহরণ ও গুলির ঘটনা ঘটে। যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে সেটি রাজুর লাইসেন্স করা বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, জমি নিয়ে দুইপক্ষের বিরোধের জেরে দুপুরে ইলিয়াস নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে অন্যপক্ষের এক ব্যক্তি পেছন থেকে দুই রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ অপহরণের শিকার ব্যক্তিকে উদ্ধারসহ গুলির ঘটনায় জড়িত কয়েকজন আটক করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুরো ঘটনা বিশ্লেষণ করা হচ্ছে। যার যতটুকু সংশ্লিষ্টতা পাওয়া যাবে প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় সন্ধা পর্যন্ত কোনো মামলা হয়নি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা রংয়ের একটি প্রাইভেট কার বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি দোকানের সামনে গিয়ে থামে। এ সময় গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করতে করতে গাড়িতে তুলে সামনে চলে যায়। অন্য আরেকটি ফুটেজে দেখা যায়, ওই গাড়ির পেছনে দৌঁড়াচ্ছেন অন্য আরেক ব্যক্তি। তার হাতে একটি পিস্তল রয়েছে। তিনি পিস্তল উচু করে একাধিক ফাঁকা গুলি ছুড়ে গাড়িটির পেছনে দৌঁড়াতে থাকেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা