প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ০০:৫৫ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ০১:০৭ এএম
গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি : প্রবা
রাজধানীর গুলশানে ফিলিস্তিনের দূতাবাসের সামনে এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছড়া এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৮ জুন) রাত ১২টার দিকে হত্যার এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি। ওই পুলিশ সদস্য কেন কী কারণে তার সহকর্মীকে গুলি করেছেন তাও পরিষ্কার হয়নি।
ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম রাত পৌনে ১টার দিকে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ আরেক পুলিশকে গুলি করেছে। বডি স্পটে আছে। একই ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছে। তাকে একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, যে পুলিশ সদস্য গুলি করেছেন তিনি এখনও নিরস্ত্র হননি। তাকে নিরস্ত্র করতে ডাকা হয়েছে বিশেষ বাহিনী সোয়াটকে। নিহত পুলিশ সদস্য ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোমাটিক সিকিউরিটি বিভাগে নায়ক হিসেবে কর্মরত ছিলেন।