প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪ ০৯:৩০ এএম
আপডেট : ৩০ মে ২০২৪ ১১:১৭ এএম
একটি তিন তলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণ হয়। প্রবা ফটো
রাজধানীর বাড্ডায় একটি ভবনে সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৬টার পরে বাড্ডার ৪ নম্বর ডিআইটি রোডের তিন তলা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই তিন তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের প্রাথমিক কারণ গ্যাস সিলিন্ডার লিকেজ বলেই মনে হচ্ছে। বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। একজনকে মৃত ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তদন্ত করে বিস্ফোরণের কারণ জানানো যাবে।