প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৪ ১০:৫২ এএম
আপডেট : ২৮ মে ২০২৪ ১১:১৪ এএম
প্রতীকী ছবি
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দিনভর ঝড়বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতাসহ বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ফলে রাজধানীর পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২৭ মে) রাতে খিলগাঁও, যাত্রাবাড়ী, রামপুরা ও বাড্ডা থানা এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন খিলগাঁও রিয়াজবাগের রিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রাকিব, খিলগাঁও সিপাহীবাগে রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মরিয়ম বেগম, যাত্রাবাড়ীতে টিনের প্রাচীর স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া লিজা আক্তার ও রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট বাড্ডা জি এম বাড়ি যশোর টিম্বার স-মিল এলাকার বাসিন্দা আল আমিন।
সোমবার তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।