× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিআইপি হলেন দাদা গ্রুপের এমডি এসএম আব্দুল ওয়াদুদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মে ২০২৪ ১৮:৩৮ পিএম

আপডেট : ১০ মে ২০২৪ ১৯:০৫ পিএম

তৃতীয়বারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক ও দাদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম আব্দুল ওয়াদুদ। প্রবা ফটো

তৃতীয়বারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক ও দাদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম আব্দুল ওয়াদুদ। প্রবা ফটো

দেশের রপ্তানি বাণিজ্যে ২০২২ সালে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তৃতীয়বারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক ও দাদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম আব্দুল ওয়াদুদ।

গত বৃহস্পতিবার (৯ মে) বিকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমসহ রপ্তানিকারকরা।

এসএম আব্দুল ওয়াদুদ সিআইপি কার্ড পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে বলেন, ব্যবসায়ীদের একত্রিত করে সিআইপি কার্ড প্রদানের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি ভবিষ্যতে রপ্তানি খাতকে আরও গতিশীল করবে। এ ধরনের ইতিবাচক পদক্ষেপ সরকারের বাণিজ্য খাতকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আগের তুলনায় বর্তমানে রপ্তানি আয় বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে রপ্তানি আয় আরও বাড়তে থাকবে। এতে দেশের রপ্তানি খাত সমৃদ্ধ হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা