× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভরিতে সাড়ে ৪ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৪ ২০:৩০ পিএম

আপডেট : ০৭ মে ২০২৪ ২০:৫০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা অষ্টম দফায় কমার পর ধাতব বস্তুটির পরপর দাম তিন দফায় বাড়ানো হলো। বুধবার থেকে এই নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার (৭ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ঘোষিত নতুন দর অনুযায়ী, ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বেড়েছে ৪ হাজার ৫০২ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা।

এর আগে ৫ মে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি বেড়েছিল ৭৩৪ টাকা। শনিবার বেড়েছিল ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা। সর্বশেষ তিন দফায় ভরিপ্রতি বাড়ল ৬ হাজার ২৮৬ টাকা। তার আগে ২১ এপ্রিল বেড়েছিল স্বর্ণের দাম। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছিল ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। পরে টানা আট দফায় ১০ হাজার ২৬৫ টাকা কমে স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯ হাজার ৪১ টাকা।

বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৪৪৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৮ হাজার ৯৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৬ হাজার ৬৯৬ টাকা। যা সোমবার ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৫১২ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৭৯ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৭ হাজার ৭৮২ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৬ হাজার ৪৭২ টাকা। 

স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে নেই পরিবর্তন। সেই হিসেবে আগের দিনের মতো আজও ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১৪৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার মূল্য ১১০ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা