× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাজরা পোকার আক্রমণে দিশাহারা কৃষক

বেতাগী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৪ ১৪:২০ পিএম

আপডেট : ০৪ মে ২০২৪ ১৫:৫১ পিএম

বেতাগীতে মাজরা পোকার আক্রমণে শুকিয়ে যাওয়া ধানের শিষ হাতে কৃষক। বৃহস্পতিবার উপজেলার হোসনাবাদের উত্তর করুনা এলাকা থেকে তোলা। প্রবা ফটো

বেতাগীতে মাজরা পোকার আক্রমণে শুকিয়ে যাওয়া ধানের শিষ হাতে কৃষক। বৃহস্পতিবার উপজেলার হোসনাবাদের উত্তর করুনা এলাকা থেকে তোলা। প্রবা ফটো

বরগুনার বেতাগীতে বোরো ধানক্ষেতে মাজরা পোকার উপদ্রব দেখা দিয়েছে। গত কয়েক বছরের মধ্যে মাজরা পোকার এমন উপদ্রব দেখেননি স্থানীয় কৃষকরা। মাজরা দমনে বারবার কীটনাশক প্রয়োগ করা হলেও তা কাজে আসেনি। এরই মধ্যে ক্ষেতের ৩০ থেকে ৩৫ ভাগ পর্যন্ত শিষ নষ্ট হয়েছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা।

বেতাগী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫০০ হেক্টর। কিন্তু চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে মোট ৫১০ হেক্টর জমিতে চাষ হয়েছে বোরো ধান, যা গত বছরের তুলনায় ২ হেক্টর বেশি।

চাষিরা জানান, প্রতি বছরের মতো এবারেও বোরো আবাদ হয়েছে দেশের এ উপকূলীয় জনপদে। অন্যান্য এলাকায় ধান কাটা শেষের দিকে কিন্তু এখনও এখানে পুরোদমে শুরু হয়নি। বোরো ধান কাটার আগেই মাজরা পোকার আক্রমণে থোড়সহ শুকিয়ে যাচ্ছে ধানের শিষ। চলতি মৌসুমে এখানকার ওপর দিয়ে বয়ে গেছে তীব্র দাবদাহ। এতে বেড়েছে সেচ খরচ। একই সঙ্গে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি খরচও বেড়েছে। চলতি মৌসুমে খরচ বাড়লেও ভালো ফলনের আশা করেছিলেন কৃষক। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হতে বসেছে মাজরা পোকার আক্রমণে। 

চাষিরা জানান, একটি পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে কম-বেশি সব মাঠেই পোকার আক্রমণে ধানের শিষ শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা ও মাজরা পোকার আক্রমণের ফলে শিষের এ দুরবস্থা, যা কোনোভাবেই আর রক্ষা সম্ভব নয়। বোরো আবাদের পর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও যতটুকু তাদের ঘুরে দাঁড়ানোর কথা ছিল মাজরার আক্রমণে তাও শেষ করে দিয়েছে। তাই চাষিরা অন্য বছরের মতো মাজরা দমনে প্রচলিত কীটনাশক প্রয়োগ করেন। তবে কীটনাশকে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় চাষিরা হতাশ। এক পর্যায়ে উপজেলা কৃষি বিভাগ পরামর্শ দিলেও তার আগেই মাজরা দমনের সময় শেষ হয়েছে।

উপজেলার হোসনাবাদের উত্তর করুনা এলাকার কৃষক সুনীল চন্দ্র বেপারি বলেন, ‘আমি গত চার বছর ধরে বোরো ধানের চাষ করি। ভালোই ফলন পেয়েছি এবং আমার দেখাদেখি অনেকেই বোরো চাষে ঝুঁকে পড়েছে। কিন্তু এবার ধানের অর্ধেক প্রায় মাজরা পোকা নষ্ট করে দিয়েছে।’

একই এলাকার কৃষক উত্তম সিকদার বলেন, ‘আমার ধানক্ষেতে ব্যাপক মাজরা পোকার আক্রমণ হয়েছে। ধানের শিষ বের হওয়ার পর দেখি শুকিয়ে সাদা হয়ে গেছে। এলাকার ৪৫ শতাংশ ধানক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে পোকার আক্রমণে।’ 

বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা বলেন, ‘তীব্র তাপপ্রবাহে বোরোর ক্ষতির পাশাপাশি মাজরার আক্রমণে ফসলের ক্ষতি হয়েছে। আক্রমণ ঠেকাতে তাই কৃষকদের অনুমোদিত ও সঠিকভাবে কীটনাশকের ডোজ প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বাজারে কম দামে যে কীটনাশক পাওয়া যায় অনেক কৃষকই তাদের পরামর্শ না শুনে ওই কীটনাশক ব্যবহার করে। যে কারণে সঠিকভাবে ও সঠিক সময় কাজ করে না। তবে যারা পরামর্শ গ্রহণ করেছে তাদের ক্ষেত অনেকটাই ভালো রয়েছে এবং মাজরার আক্রমণে তাদের ফলন বিপর্যয় হবে না। এ বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা