× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪ ২৩:০১ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ১০:১৩ এএম

স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য এবার মোট ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২৩ দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

গত নয় বছর ধরে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও চ্যানেল আই যৌথভাবে এই পুরস্কার দিয়ে আসছে।

এবারে আজীবন সম্মাননায় ভূষিত হন পথিকৃত কৃষি অর্থনীতিবিদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডল। এছাড়া সেরা কৃষক হিসাবে (পুরুষ) মো. আবুল কালাম আজাদ, কৃষক (নারী) তানিয়া পারভীন, মেধাবী সংগ্রামী কৃষক (পুরুষ) মো. সিদ্দিক হোসেন, মেধাবী সংগ্রামী কৃষক (নারী) সাবিত্রী বিশ্বাস, পরিবর্তনের নায়ক মো. সানোয়ার হোসেন, জলবায়ু অভিযোজক ড. মৃন্ময় গুহ নিয়োগী, জুরি স্পেশাল ড. মো. আল-মামুন, কৃষি প্রতিষ্ঠান (সহায়তা ও বাস্তবায়ন) আই ফার্মার, কৃষি প্রতিষ্ঠান (রপ্তানি) প্রাণ ডেইরি, কৃষি সাংবাদিক ক্যাটাগরিতে কালের কণ্ঠের জেষ্ঠ্য প্রতিবেদক সাহানোয়ার সাইদ শাহীন ভূষিত হন।

পুরস্কার প্রাপ্তরা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছ থেকে পুরস্কারের অর্থ, ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই (ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড) এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়।

এবারের স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের জন্য চার শতাধিক আবেদন থেকে বাছাই শেষে ৭ সদস্যের জুরি বোর্ড ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচিত করে।

জুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। সদস্য হিসেবে ছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাজাহান কবির, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ এবং উইনরক ইন্টারন্যাশনাল এর ক্লাইমেট চেইঞ্জ বিভাগের সিনিয়র টেকনিক্যাল লিড জাকিয়া নাজনীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা