× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেক্সটাইল খাতের দাপটে পুঁজিবাজারে উত্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৭:০১ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৭:২৩ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড

তৃতীয় দিনের মতো টানা উত্থানে দেশের পুঁজিবাজার। গত দুই সপ্তাহ ক্রেতা সংকটে ভুগতে থাকা বাজারটি এখন বিক্রেতা সংকটে পড়েছে। ফ্লোর প্রাইস দেওয়ার পর বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফেরায় শেয়ারের দর যেমন বাড়ছে, তেমনি বাড়ছে লেনদেন।

মঙ্গলবার সূচক ও লেনদেনের এ উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে টেক্সটাইল খাতের কোম্পানিগুলোর দর বৃদ্ধি। এ খাতের ৫৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৭টির এবং কমেছে ১১টির। আর অপরিবর্তিত রয়েছে ১০টির দর। মোট লেনদেনের প্রায় ২৩ শতাংশ বা ২৬০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে এ খাতের লেনদেনে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮২ দিন পর লেনদেন হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকার ঘরে। আগের দিনের তুলনায় ২৬১ কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা। 

লেনদেনের সঙ্গে সূচকেও বড় উত্থান হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৯ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্য দর বেড়েছে ২৯০টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর।

দর বাড়ায় বিমা খাতের দাপটও ছিল চোখে পড়ার মতো। এ খাতের ৫৪টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ৫০টির দরই বেড়েছে। কমেছে মাত্র ৪টির দর।

তবে ডিএসইর এসএমই বোর্ডে দরপতন হয়েছে। ডিএসএমই-এক্স ৫২ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ১ হাজার ৮৮২ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দর কমেছে ১১টির। তবে ১টির দর কমেছে এবং ১টির দর অপরিবর্তিত রয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৮ পয়েন্টে। তবে আগের দিনের চেয়ে দেড় কোটি টাকা লেনদেন কমে হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা