× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলালিংকের উদ্ভাবনী ডিজিটাল সেবা নেবে ব্র্যাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ২১:১২ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৪ ২৩:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও বেসরকারি সংস্থা ব্র্যাকের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে ব্র্যাকের কর্মীরা বাংলালিংকের বিভিন্ন সুবিধা নেবে। এর মধ্যে- কর্পোরেট সংযোগ, এসএমএস ব্রডকাস্ট এবং ওকলা স্বীকৃত দেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

রবিবার (৩১ মার্চ) বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন ও ব্র্যাকের অপারেশন্স ডিরেক্টর রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। সম্প্রতি বাংলালিংকের হেড অফিসে এই চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।      

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন বলেন, ‘ব্র্যাকের মতো একটি আন্তর্জাতিক মানের দাতব্য সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রাহকবান্ধব ডিজিটাল অপারেটর হিসেবে এন্টারপ্রাইজ গ্রাহকদের উন্নত সংযোগ ও সর্বোচ্চমানের ডিজিটাল সেবা প্রদান করতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির ফলে, ব্র্যাকের কর্মীরা বিশেষায়িত ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন, যা তাদের ডিজিটাল অভিজ্ঞতার মান বহুগুণ বাড়িয়ে দেবে। বাংলালিংকের বিস্তৃত ডিজিটাল সেবা উভয় প্রতিষ্ঠানের উদ্ভাবন ও বৃদ্ধিতে সহায়তা করবে বলে আমি আশা করছি।’  

ব্র্যাকের অপারেশন্স ডিরেক্টর রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন (অব.) বলেন, ‘বাংলালিংকের সঙ্গে যৌথ উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কর্মীদের প্রতি আমাদের উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের অঙ্গিকার এই উদ্যোগের ফলে শক্ত ভিত্তি পেয়েছে। বাংলালিংকের আধুনিক ও উদ্ভাবনী ডিজিটাল সেবার মাধ্যমে ব্র্যাকের কর্মীরা কর্মক্ষেত্রে উন্নত সংযোগ উপভোগ করতে পারবে।’  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ ব্র্যাকের টেলিকম ম্যানেজার ইঞ্জিনিয়ার এমডি মনিরুল ইসলাম ও বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেসের হেড অফ স্ট্র্যাটেজিক বিজনেস এস এম সামসুর রহমান, সেলস প্ল্যানিং অ্যান্ড অপারেশন,মোহাম্মদ আহসান হাবীব ও কর্পোরেট একাউন্ট ম্যানেজার ফারহাদ হোসাইন বাপ্পি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা