× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন টাকা নিতে ব্যাংকে ভিড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১৬:১১ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৪ ১৭:২৪ পিএম

নতুন নোট সংগ্রহ করতে ব্যাংকে গ্রাহকের ভিড়। ছবি : সংগৃহীত

নতুন নোট সংগ্রহ করতে ব্যাংকে গ্রাহকের ভিড়। ছবি : সংগৃহীত

ঈদ উপলক্ষে আজ থেকে নতুন টাকা বিতরণ করা শুরু করেছে ব্যাংকগুলো। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর বিভিন্ন ব্যাংকে নতুন টাকা তোলার হিড়িক পড়েছে। গ্রাহকের চাপ সামলাতে হিমশিম অবস্থা ব্যাংক কর্মকর্তাদের। রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখা ঘুরে এমন চিত্র দেখা গেছে।  

এদিন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচে মতিঝিল শাখায় গিয়ে দেখা যায়, নতুন টাকা নিতে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন গ্রাহকেরা। তাদেরই একজন আশ্রাফুল। তিনি ব‌লেন, ‘রোজার ঈদে ছোট‌ বড় ,অনেককে সালামি দি‌তে হয়। বা‌ড়ি‌তে আমার ছোট মে‌য়ে আছে ও ভা‌গিনা-ভা‌গিনি আছে তা‌দের সব সময় প্রত্যাশা থ‌া‌কে নতুন নোটের। তাই সংগ্রহ করলাম। ম‌তি‌ঝিলে আমার অফিস তাই প্রথম দিনই এসে‌ নতুন টাকা নিলাম।’

আজ থেকে বি‌ভিন্ন ব্যাং‌কের ৮০টি শাখায় নতুন নোট বি‌নিময় শুরু হ‌য়ে‌ছে। ৯ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট সংগ্রহ করতে পারবে গ্রাহকরা।

এর আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ৩১ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। এ ছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকেও ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবে না।

যেসব শাখায় পাওয়া যাচ্ছে নতুন নোট 

জনতা ব্যাংকের পোস্তগোলা শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১ শাখা, উত্তরা ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, যমুনা ব্যাংকের গুলশান কর্পোরেট শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবু বাজার শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, দি সিটি ব্যাংকের ইসলামপুর শাখা, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংকের বিজয়নগর শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংকের নবাবপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, ওয়ান ব্যাংকের লালবাগ শাখা, ট্রাস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা।

অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, জনতা ব্যাংকের টিএসসি কর্পোরেট শাখা, সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট শাখা, মার্কেন্টাইল ব্যাংকের ধানমন্ডি শাখা, সাউথইস্ট ব্যাংকের প্রধান শাখা, এনআরবিসি ব্যাংকের ধানমন্ডি শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের লোকাল অফিস শাখা, ব্র্যাক ব্যাংকের সাত মসজিদ রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখা (দিলকুশা), যমুনা ব্যাংকের লালমাটিয়া শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের প্রধান শাখা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা