প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ২২:০৯ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪ ২২:২৩ পিএম
অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি গুলশানের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার (২৮ মার্চ) অ্যালায়েন্স ফাইন্যান্সের চেয়ারম্যান জহর রিজভী কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক লুৎফে এম আইয়ুব, প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার সাহা এবং অ্যালায়েন্স ফাইন্যান্সের সকল কর্মী।
জহর রিজভী এএফপিএলসির অতীত ও বর্তমান কর্মীদের নিষ্ঠা, উদ্ভাবন এবং কঠোর পরিশ্রমের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সব গ্রাহক, স্টেকহোল্ডার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।