× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে প্রাণিসম্পদ মন্ত্রী

‘অভাবিরাও যাতে মাংস, দুধ, ডিম কিনতে পারেন দৃষ্টি রাখবেন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ১৭:২০ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৪ ১৭:৫১ পিএম

শনিবার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী (ফরিদপুর) পৌর বাজারের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। প্রবা ফটো

শনিবার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী (ফরিদপুর) পৌর বাজারের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। প্রবা ফটো

এবার ফরিদপুরের মধুখালীতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী (ফরিদপুর) পৌর বাজারের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এখানে ৬০০ টাকায় গরুর মাংস, একশ টাকায় ১১টি ডিম ও ৭০ টাকায় এক লিটার দুধ কিনতে পারবেন সাধারণ মানুষ। ৫ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।

এ নিয়ে মোট ১৮টি জেলায় ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রম চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে ২৫টি স্পটে এ কার্যক্রম চালুর পরে এখন ৩২টি স্পটে এসব পণ্য বিক্রি হচ্ছে। বর্তমানে রাজধানীর বাইরে ১৮টি জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। মধুখালীতে সাত দিনব্যাপী (৫ এপ্রিল পর্যন্ত) এ কার্যক্রম চালু থাকবে।’

সুলভ মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যে দিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। পবিত্র মাহে রমজানে তারই অংশ হিসেবে দেশের খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সুলভ মূল্যে দুধ, ডিম এবং মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

‘অনেকে রয়েছেন মাসে এক কেজি গরুর মাংসও কিনে খেতে পারেন না। এসব অভাবি মানুষেরা যাতে এখানে এ গরুর মাংস, দুধ ও ডিম কিনতে পারেন সেদিকেও সকলে দৃষ্টি রাখবেন,’ যোগ করেন মন্ত্রী।

এর আগে গত ১০ মার্চ ঢাকার মোট ৩২টি স্থানে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির উদ্বোধন করেন প্রাণিসম্পদ মন্ত্রী। এ ছাড়াও দেশের আট বিভাগের ১৭টি জেলায় এ কার্যক্রম চলছে। এসব জেলার সাধারণ মানুষ ১০০ টাকায় ১১টি ডিম, ৭০ টাকায় এক লিটার দুধ ও ৬০০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারবেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের উৎপাদন বিভাগের পরিচালক ডা. এবিএম খালেকুজ্জামান জানান, এসব কার্যক্রম সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অধীনে পরিচালিত হচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার মো. নাজমুল হাসান জানান, গত ১২ মার্চ থেকে পর্যায়ক্রমে জেলা পর্যায়ে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। তারমধ্যে রয়েছে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, নরসিংদী, টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, রংপুর, মৌলভীবাজার, নোয়াখালী, নওগাঁ, বরিশাল ও ফরিদপুর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা