প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৯:৩৪ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪ ২০:২১ পিএম
ভারতের একটি বাজারে পেঁয়াজ বিক্রি করছেন নারী ব্যবসায়ী। ছবি : সংগৃহীত
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ ‘অনির্দিষ্টকালের’ জন্য বাড়িয়েছে বিশ্বের সবচেয়ে বড় সবজি রপ্তানিকারক দেশ ভারত। দেশটির আমদানি-রপ্তানি নিয়ে কাজ করা কেন্দ্রীয় সংস্থা ডিজিএফটি শুক্রবার (২২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ৩১ মার্চ পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে।
অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। এর আগে গত বছরের ২৮ অক্টোবর এক ঘোষণায় বলা হয়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারত পেঁয়াজ রপ্তানি স্থগিত রাখবে।
চলমান নিষেধাজ্ঞার মধ্যেই কেস টু কেস ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলোতে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেয় দেশটির আন্তঃমন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেডের (এনসিইএল) মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাংলাদেশে ৬৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নেয়।
সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড